• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে নির্বাচনী আচরণ বিধি লঙন: গ্রেপ্তার-২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙনের দায়ে অধ্যক্ষ এবং ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ। 

আটককৃতরা হলো পিংনা সুজায়াত আলী কলেজের প্রিন্সিপাল সাইদুল হাসান এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়। 
২৭ এপ্রিল দুপুর ২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে এ কথা জানানো হয়। জেলা প্রশাসক সফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধি লঙনের বিষয়ে বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ-প্রভাবিত করতে পেশিশক্তি প্রয়োগ করা হয়। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের উপস্থিতিতে গ্রেপ্তারকৃতরা অন্য প্রার্থীদের এজেন্ট-কর্মী দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অন্য প্রার্থীর এজেন্টদের হাত-পা ভেংগে যমুনা নদীতে নিক্ষেপসহ প্রাণ নাশের হুমকী প্রদর্শন করেছেন। যার ফুটেজ ভাইরাল হয়েছে। 
এ ঘটনায় সরিষাবাড়ি থানায় একটি মামলা (নং-১৬, তারিখ-২৭.৪.২৪) দায়ের হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সোহরাব হোসেন, সোহেল রানাসহ সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানকালে নির্বাচন অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল