• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জয়পুরহাটের পাচঁবিবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪  

জেলার পাঁচবিবি উপজেলার আজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার পাঁচবিবি উপজেলায় বাগজানা রেলগেট এলাকায় বাগজানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হকের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম । 
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান আনিছ, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হোসেন রাব্বি, পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব ছানোয়ার হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও মহিপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়ামিন প্রমুখ ।