• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরি পাচ্ছেন ৯০০ জন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

রাজশাহী নগরীতে স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরি পাচ্ছেন ৯০০ জন শিক্ষিত তরুণ-তরুণী।
বৃহস্পতিবার রাজশাহীস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছে। এসব প্রতিষ্ঠানে সিভি প্রদানকারীদের মধ্যে থেকে প্রায় ৯০০ জনকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিল্যান্সার তৈরি ও শিল্প প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টির জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের দক্ষ যুব, শারীরিকভাবে অক্ষম ও বেকার যুবদের জন্য এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার মেলায় তিনজনকে সরাসরি নিয়োগ প্রদান করা হয়েছে। সন্ধ্যায় ছয় দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঐ তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল