• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সম্পর্ক জোরালো করতে চায় চীন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান ও দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায়ের জন্য মডেল হিসেবে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করতে চায় চীন। বৃহস্পতিবার বেজিংয়ে একটি ফোরামে আরব নেতা ও কূটনীতিকদের সঙ্গে বক্তৃতা করার সময় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের বিষয়ে একটি শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এএফপির। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরাম বৈঠকের আয়োজন করতে যাচ্ছে চীন। যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে প্রতিনিধিদের শি বলেন, চীন সংঘাত সমাধানের জন্য একটি ব্যাপক ভিত্তিক শান্তি সম্মেলনকে সমর্থন করে। গাজা যুদ্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে পারে না। ন্যায় বিচার স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না। তাছাড়া দ্বি-রাষ্ট্রের সমাধানের ব্যাপারে জোর দেন তিনি। শি জিনপিং বলেন, সংঘাতময় বিশ্বে একসঙ্গে বসবাসের উপায় হলো পারস্পরিক সম্মান। তাছাড়া ন্যায্যতা ও ন্যায়বিচার হলো স্থায়ী নিরাপত্তার ভিত্তি। ফোরামে বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লীগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বেজিং বারবার ফিলিস্তিন-ইসরাইল সংকটের ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলে আসছে। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের পক্ষে অবস্থান প্রকাশ করেছে চীন। শি বলেন, মধ্যপ্রাচ্য উন্নয়নের জন্য বিপুল সম্ভাবনায় অঞ্চল। তবে সেখানে এখনো যুদ্ধ চলছে। তিনি বলেন, যুদ্ধ অনির্দিষ্টকাল চলবে না। ন্যায়বিচার চিরতরে অনুপস্থিত থাকা উচিত নয়। শি বলেন, চীন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন করে এবং আরও বিস্তৃত, কর্তৃত্বপূর্ণ এবং কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলন সমর্থন করে। ইসরাইলের সঙ্গে কয়েক দশক ধরে সুসম্পর্ক বজায় রাখা চীন ইসরাইল-ফিলিস্তিন বিরোধ অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলে আসছে। মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে সাক্ষাৎ করে শি বলেছেন, তিনি গাজার অত্যন্ত গুরুতর পরিস্থিতির জন্য গভীরভাবে ব্যথিত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল