• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাজায় হামলায় ‘শতভাগ প্রাণঘাতী’ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী যেসব অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, সেগুলো ‘শতভাগ প্রাণঘাতী’ বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। এছাড়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাদের হাসপাতালে আসা আহত ও গুরুতর রোগীদের মধ্যে নানা জটিলতা দেখা দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, মৃত্যুর হার শতভাগে পৌঁছে গেছে। অর্থাৎ হামলার শিকার ব্যক্তিদের প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।

এই চিকিৎসক আরো বলেন, ইসরায়েলি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে, সেসব অপ্রচলিত। এমনটা মনে করার কারণ হিসেবে তিনি জানান, হামলার শিকার ব্যক্তিরা যেভাবে জখম হয়েছেন, এমন জখম তারা আগে কখনো দেখেননি। আর দগ্ধদের ক্ষেত্রে একেবারে পুরো শরীর পুড়ে গেছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৫ জনে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় বিদেশি নাগরিকসহ ১৪০৫ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল