• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ক্রাইস্টচার্চে হামলায় ক্ষতিগ্রস্তরা পাচ্ছে প্রথম ম্যাচের আয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

আসছে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি হবে ১ নভেম্বর ক্রাইস্টচার্চে। সেই ম্যাচে যে অর্থ আয় হবে তা চলতি বছরের মার্চে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

 

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের অতর্কিত বন্দুক হামলায় ৫০ মুসল্লি নিহত হন। সেই হামলার সময় নিউজিল্যান্ড সফরে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান।

 

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের আসন্ন হোম সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কে কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন পেস বোলার টিম সাউদি।

 

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:

 

টিম সাউদি (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কাগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন (প্রথম তিন ম্যাচ) ও ট্রেন্ট বোল্ট (পরের দুই ম্যাচ)।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল