• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

আজকের টাঙ্গাইল

বিশ্বের সর্ববৃহৎ ইফতারের সারি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

বিশ্বের সর্ববৃহৎ ইফতারের আয়োজন সম্পন্ন করেছে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ১২’শ মিটার দীর্ঘ এ সারিতে অংশ নেন আট হাজারের বেশি রোজাদার।
সোমবার (৩ এপ্রিল) দেশটির পাদাং প্রদেশের পশ্চিম সুমাত্রা শহরে তা অনুষ্ঠিত হয়।

আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় ইন্দোনেশিয়ায় বৃহত্তম ইফতারের আয়োজন করে। এতে সুমাত্রা সিটির গভর্নর মাহেলদি আনসারুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইসলামি সংস্থা ও শিক্ষাবিদরা অংশ নেন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণ ছিল এই আয়োজনে।

পশ্চিম সুমাত্রার গভর্নর জানান, দেশের সরকার দীর্ঘতম ইফতার আয়োজনের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেবে। এমন আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসেবামূলক এমন আয়োজনে সহযোগিতার জন্য তিনি সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল