• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত ১৪ দলের সঙ্গে বৈঠকের পর: মাহী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত ১৪ দলের সঙ্গে বৈঠকের পর: মাহী

মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত ১৪ দলের সঙ্গে বৈঠকের পর: মাহী

বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, ১৪ দলের সঙ্গে বৈঠকের পর মহাজোটে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিকল্পধারা বাংলাদেশ ও ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

মঙ্গলবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

এর আগে গত রোববার ওবায়দুল কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি  ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মহাজোটে যোগ দিয়ে নির্বাচন করবে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তফ্রন্ট ও আমাদের সাথে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সাথে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তার পেছনে অন্যতম ভূমিকা ছিল বি চৌধুরীর। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট গঠন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল