• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চুক্তিপত্রে কম্প্রোমাইজের কথা লেখা ছিল: মুমতাজ সরকার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

মিটু আন্দোলনে নিজের যৌন হেনস্থার কথা বলেছেন  বলিউড-টলিউডের অনেক অভিনেত্রীরা। এরই ধারাবাহিকতায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন আরেক নায়িকা মুমতাজ সরকার।

টলিউড ও বলিউডে কাজ করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।

 

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে মুমতাজ সরকার বলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু মুম্বাইয়ে কাজ করতে গিয়ে অনেকেই কম পারিশ্রমিকে রাজি হচ্ছেন, এতে নিজের তো বটেই সঙ্গে অন্যদেরও ক্ষতি করছেন।

 

তার মানে কি পারিশ্রমিক মনের মতো হয়নি বলেই বলিউডে আরো দুটো ছবির সুযোগ ছাড়তে হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কারণটা অন্য। একটা ছবির চুক্তিপত্রে পরিষ্কার লেখা ছিল, আমাকে ওই ছবিতে কাজ করতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে। আমি বলে নয়, কোনো বিগ স্টার কাজ করলেও কম্প্রোমাইজ করতে হবে।

 

তিনি আরো বলেন, পরের একটা ছবির চুক্তিপত্রে সোজাসুজি এ রকম লেখা না থাকলেও, সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছিল আমাকে কম্প্রোমাইজ করতে হবে।

 

আমার কাছে ‘অ্যাডজাস্ট’ শব্দটা অস্বস্তিকর। কম্প্রোমাইজ করলে আজ হয়তো অনেক বেশি লাইমলাইট পেতাম। তবে তা নিয়ে আক্ষেপ নেই, যোগ করলেন অভিনেত্রী।

 

একটু থেমে আবার যোগ করলেন, টলিউডে কয়েকজন পরিচালক আছেন, তারা প্রথমে বন্ধু হন। তারপর অবশ্য আকার-ইঙ্গিতে উদ্দেশ্য বুঝিয়ে দেন।

 

তবে এখন সরাসরি কেউ এমন প্রস্তাব দিলে, সপাটে চড় কষাতেও তার ভয় নেই। এ জন্য চার বছর বসে থাকতেও রাজি। আর ঘন ঘন ফোন করে তেল লাগাতে পারি না প্রযোজক-পরিচালকদের, সোজাসাপ্টা কথা মুমতাজের।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল