• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নভেম্বরের মধ্যে উপজেলায় পৌঁছাবে প্রাথমিকের বই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩  

প্রাথমিক স্তরের বিনামূল্যের সব বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে। এজন্য এ বছর আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে দিয়ে দেওয়া হবে। 

বৈঠকে উত্থাপিত মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পর্চা ও খতিয়ান ইত্যাদি হালনাগাদ রাখার জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সঠিকভাবে রেকর্ডভুক্তকরণের কার্যক্রম চলমান। দেশের রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি। অন্যদিকে, রেকর্ড হয়নি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৩ হাজার ৪০৯।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বই প্রদানের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতকরণে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল