• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জবিতে শাড়ি-পাঞ্জাবিতে একটি দিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে (আইইআর) শরৎ উৎসব ১৪৩০ পালিত হয়েছে। আইইআরের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শরৎ উৎসবটির আয়োজন করা হয়।  
বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হলরুমে শরৎ উৎসবটি পালিত হয়।  

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ-গানে শিক্ষক শিক্ষার্থীরা মেতে উঠেন। এ ছাড়াও শিক্ষার্থীরা শাড়ি-পাঞ্জাবি পরে শরৎ উৎসবকে আরো রঙিন করে তোলেন। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, প্রভাষক সানজিদা আক্তার তান্নি, অনুরাধা পাল এবং নশিন আফরোজসহ ইনিস্টিউটের সব শিক্ষার্থীরা।

আইইয়ারের শিক্ষার্থী ফারহানা ঐশী বলেন, সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই আমরা একটা কিছু করার প্লান করছিলাম। আমাদের ব্যাচের সবাই মিলে একদিন শাড়ি পাঞ্জাবি পরে উদযাপন করার প্লান ছিল প্রথমে। পরে সব ব্যাচকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। তখন আমরা শরৎ  উৎসবের আয়োজন করি।

সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন দিন উদযাপন করার। সামনের দিনগুলোতেও আমরা সব দিবসে এমন আয়োজন অব্যাহত রাখব। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল