• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাভাবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুদ্ধাচার কৌশল কমিটির আয়োজনে দূর্নীতিবিরোধী র‍্যালি ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে শেষ হয়।পরে বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও শুদ্ধাচার কৌশল কমিটির আহ্বায়ক প্রফেসর অধ্যাপক ড মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শুদ্ধাচার কৌশল কমিটির ফোকাল পয়েন্ট ড মোঃ হারুন অর রশিদ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল