• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অবশেষে চুয়েটে উদ্বোধন হলো টিএসসির ক্যাফেটেরিয়া

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ক্যাফেটেরিয়া-১ উদ্বোধন হলো। 
২১ মে রোববাব দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ক্যাফেটেরিয়াটি উদ্বোধন করেন।


চুয়েটের মনোমুগ্ধকর স্থপনাশৈলীর মধ্যে অন্যতম হলো চুয়েট টিএসসি। ছাত্র শিক্ষকদের মধ্যে মেলবন্ধনের এই প্রতিষ্ঠানটির নির্মাণকাজ অনেক আগে শেষ হলেও এতদিন বন্ধ ছিল টিএসসি। 

শিক্ষার্থীদের শত আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গত ১৫ মে উদ্বোধন হবার কথা থাকলেও, ঘূর্ণিঝড় মোখার কারণে কার্যক্রমটি স্থগিত হয়ে যায়।


চুয়েট টিএসসি চালু হবার প্রতিক্রিয়া জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক বলেন, ‘অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর টিএসসি এবং ক্যাফেটেরিয়া চালু হতে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের সংবাদ। ক্যাফেটেরিয়ার মাধ্যমে ট্র্যাডিশনাল খাবারের বাইরেও ছাত্র শিক্ষকদের নতুন কিছু দিতে পারব বলে আমরা আশা করছি।’

টিএসসি চালু হবার বিলম্বের কারণ জিজ্ঞাসা করলে ছাত্রকল্যাণ দফতরের পরিচালক আরও বলেন, " ক্যাফেটেরিয়ার নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও প্রথমে টিএসসি তে আসবাবপত্র ছিল না। কর্তৃপক্ষ ইউজিসির সঙ্গে এ বিষয়ে ফান্ডিং নিয়ে আসবাবপত্র সব ব্যবস্থাপনা সম্পন্ন করতে যথেষ্ট সময় লেগে যায়। এছাড়াও ২০-২১ সালের করোনা মহামারী ও সমানভাবে দায়ী। ক্যাটারিং সেবা ভাড়া দিতে যোগ্য হোটেল খুঁজে পেতেও বেশ কিছু সময় লেগে যায়।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল