• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাউশি’র নতুন মহাপরিচালক নেহাল আহমেদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

গত ১১ জানুয়ারি অবসরে যাওয়া অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব এবং এ চলতি দায়িত্বের কারণে অধ্যাপক নেহাল পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

অর্থাৎ তখন মাউশি মহাপরিচালক হবেন নতুন কেউ, অধ্যাপক নেহাল ফিরে যাবেন আগের দায়িত্বে। 

এর আগে অধ্যাপক নেহাল ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল