• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকবেনা সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন

শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে স্কুল-কলেজ খোলা হবে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, সব শিক্ষার্থী ও শিক্ষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরই স্কুল-কলেজ খুলে দেয়া হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হবে।
শুক্রবার বিকেলে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাউশি মহাপরিচালক বলেন, যত দ্রুত সম্ভব স্কুল-কলেজ খুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সে মোতাবেক প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

এর আগে, সিলেটের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল