• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঘূর্ণিঝড় রেমাল: ডুবে গেছে লক্ষ্মীপুরের লোকালয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা সদরের মজুচৌধুরিহাট ও আংশিক এলাকা, কমলনগর, রামগতি ও রায়পুরের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে ডুবে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৪ থেকে ৫ ফুট পানি উঠেছে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় পানি প্রবেশ। পর্যাক্রমে রাত ৮টার দিকে সবকটি এলাকায় পানি ঢুকে ডুবে যায় বাড়িঘর, ফসলি জমি ও মাছে ঘের। ঐসব এলাকার জনপথ ডুবে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। পানি ঢুকে উপকূলীয় সংলগ্ন মাছের আড়ৎসহ ঘাটগুলো ডুবে গেছে। সন্ধ্যার দিকে প্রবল গতিতে পানি প্রবেশ করেছে। সবচেয়ে বেশি পানি প্রবেশ করে কমলনগরের মতিরহাট, লধুয়া ও রামগতির আলেকজান্ডারে বিভিন্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে। এসব স্থানের বিভিন্ন জায়গায় বাঁধ না থাকায় এমনটি হয়েছে বলে জানান স্থানয়ীরা। এদিকে, সদরের মজুচৌধুরিহাট এলাকার বুড়িরঘাট সংলগ্ন বাঁধ ছুটে পানি প্রবেশ করায় ডুবে গেছে ফসলি জমি। রাস্তা দিয়ে পানি গড়িয়ে লোকালয়ে প্রবেশ করতে দেখা গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও প্রচণ্ড দমকা হাওয়া বইছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর থেকেই সিপিপি ও রেডক্রিসেন্টের কর্মীরা মানুষদেরকে মাইকিং করে নিরাপদ স্থানে পাঠিয়েছেন। ফলে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন উপকূলের কয়েক হাজার মানুষ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল