• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নৌপথে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের টহল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জুন ২০২৪  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটগুলোতে টহল দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শনিবার কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটগুলোয় টহল দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, কোস্ট গার্ডের এই কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা-পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল