• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আরসা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি, ৩ ব্যবসায়ী আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

আরসা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করা ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার রামুর রশিদনগর এলাকার লম্বাঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন মহেশখালী কালারমারছড়ার ফকিরজুম এলাকার জাফর আহমদের ছেলে তারেক মিয়া, চকরিয়া ডুলাহাজারার ডুমখালীর ফরিদুল আলমের ছেলে মো. নেজাম উদ্দিন ও কালারমারছড়ার নুনাছড়ি এলাকার আক্কাস আলী ফকিরের ছেলে আব্দুল গফুর ওরফে গুরা মনু। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। র‌্যাব জানায়, আটককৃতরা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যদের কাছে বিক্রি করে থাকেন। এছাড়াও জেলায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে চাহিদামতো অস্ত্র সরবরাহ করতেন। বুধবার চক্রটি রামু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র সরবরাহ করার জন্য তারা মহেশখালী থেকে রামুর উদ্দেশ্যে আসছিল। খবর পেয়ে রামু স্বপ্নতরী পার্কের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশখালী এবং চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল