• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

৯৯৯ এ ফোন, ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করল পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিমুদ্দীন প্রামাণিক কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের হানু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমা ইউপির ওই গ্রামের এতিম বুদ্ধি প্রতিবন্ধী তরুণী বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী জসিমুদ্দীন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ২২ মে রাত সোয়া ৯টার দিকে ওই প্রতিবন্ধীর ঘরে ঢুকে ধর্ষণ করে হুমকি দিয়ে চলে যায়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৯ মে বুধবার রাত ৯টার দিকে আবারো ধর্ষক বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই বুদ্ধি প্রতিবন্ধী ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ওই বাড়িতেই আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ওই প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন। তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল