• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

টিফিন বক্সে গরম ভাতের সঙ্গে মিশিয়ে গাঁজা পাচার!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। জানা যায়, ভাতের টিফিন বক্সের ওপরের বাটিতে রান্না করা মুরগির মাংস ছিল। তার নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে ওপরে ভাতের আবরণ দেওয়া হয়। প্রথম দেখায় যে কেউ ভাববেন কারো জন্য রান্না করে গরম ভাত মাংস নেয়া হচ্ছে। তবে, এসব খাবারের নিচে গাঁজা লুকানো সেটা কোনোভাবেই বোঝার উপায় নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ভাত মাংসের টিফিন বক্সে করে গাঁজা পাচার করার সময় আটক হয় হেলেনা বেগমকে। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী এলাকায়। ওই নারীর কাছে থাকা টিফিন বক্সে ভাতের নিচে ৩ কেজি ও আরেকটি ব্যাগে থাকা আরো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান,আটক হেলেনা বেগম একজন মাদক ব্যবসায়ী। তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনায় সরবরাহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লা জানিয়েছে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল