• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মুহূর্তেই আগুনে পুড়ল ১৮ বসতঘর, নিঃস্ব গার্মেন্টস শ্রমিকরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়েছে ১৮টি টিনশেড বসতঘর ও ঘরে বিভিন্ন মালামাল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক কয়েস মিয়া জানান, মাওনা উত্তরপাড়া গ্রামের ২৪টি টিনশেড কক্ষ তৈরি করে তা স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে আগুন লাগার খবরে তিনি ঘটনাস্থলে আসেন। আগুনে তার ১৮টি টিনশেড কক্ষ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘর ভাড়া নেয়া শ্রমিকরা কারখানায় ডিউটিরত থাকায় আগুনে বসতঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ বসত ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। প্রতিবেশী রোকেয়া আক্তার জানান, উত্তর পাশের একটি কোণের একটি কক্ষে প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বসত বাড়িতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল