• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

লোহাগড়ায় ২৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

নড়াইলের লোহাগড়া উপজেলায় আগামী (১ জুন) শনিবার প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৭০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইপিআই টেকনোলজিস্ট প্রশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, ইনচার্জ চায়না রানী কুন্ডু, এম ও ডিসি শরিফুল ইসলাম প্রমুখ। সভায় চিকিৎসক এসএম মাসুদ বলেন, লোহাগড়া উপজেলায় ২৮৯টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৫৭৮ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল