• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বাবা আনারকে হত্যার প্রমাণ চান মেয়ে ডরিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাসই করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রমাণ হিসেবে তিনি তার বাবার ব্যবহৃত জিনিস অথবা অন্তত এক টুকরো মাংস চান। রোববার দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডরিন বলেন, আমার বাবার পরনে শার্ট, প্যান্ট ও জুতা ছিল। চোখে সবসময় চশমা পরতেন, পকেটে টুপি এবং ছোট একটা চিরুনি থাকত। হাতে দুটি আংটি এবং একটি ব্রেসলেট থাকত। আমার কথা হচ্ছে, তার পরনে তো অনেক জিনিস ছিল। একটি জিনিস হলেও আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে, এটা আমার বাবার। কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। না হলে আমি বিশ্বাস করতে পারছি না।’ তিনি বলেন, ‘আর যদি কিছুই না পাওয়া যায় তাহলে শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে আর সেটি ডিএনএ টেস্ট করে দিতে হবে যে, এটা আমার বাবার শরীরের একটি অংশ। এটা আমি দাবি জানাচ্ছি।’ তিনি আরো বলেন, পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রথমে তাকে শ্বাসরোধ করা হয়, পরবর্তীতে জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয়। তারপর চুরি বা চাকু দিয়ে প্রথমে তার চামড়া ছাড়ানো হয়, পরে টুকরো টুকরো করে তার মাংস কাটা হয়। এই যে ব্যবহৃত চুরি বা চাকু কোনও একটি প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে। এটাও আমি দাবি জানাচ্ছি। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনও কিছুই উদ্ধার করতে পারেননি তারা। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে দেখতে কলকাতায় গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। এমপির মরদেহ খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন। মরদেহের কিছুটা হলেও উদ্ধার করা হবে বলে জানান হারুন। হারুন অর রশিদ বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি অনেক কাজ করছে, অনেকদূর এগিয়েছে। আমরা আশা করি, খুব দ্রুত তথ্য পেয়ে যাবেন। ডিবির এ কর্মকর্তা আরো জানান, ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে পাওয়া তথ্য বিনিময় করবে দুই দেশের নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া মূলহোতা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে কলকাতা পুলিশের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হতে পারে। গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে তিনি খুন হন। ২২ মে কলকাতার নিউটাউনের একটি অ্যাপার্টমেন্টে হত্যার আলামত পাওয়া যায়। খণ্ডিত লাশ উদ্ধারে গত চারদিন ধরে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল