• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রেমিকাকে রেলস্টেশনে রেখে উধাও রং নম্বরের প্রেমিক, অতঃপর...

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৪  

রং নম্বরে পরিচয়। ৬ মাসের মাথায় ঢাকায় দেখা হয় দু’জনের। এরপর প্রেমিকের সঙ্গে তার বাড়িতে যান প্রেমিকা। কিন্তু প্রেমিক আরিফের বাবা তাদের দু’জনকে তাড়িয়ে দেন। এরপর প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে নিয়ে রেখে উধাও হয়ে যান। পরে বিয়ের দাবি নিয়ে প্রেমিক আরিফের বাড়িতে অনশনে বসেছেন ঐ তরুণী। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। প্রেমিক আরিফ (২২) উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। তরুণী জানান, ৬ মাস আগে রং নম্বরে তাদের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দু’জনকে তাড়িয়ে দেন। পরে প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে যান। সেখানে তরুণীকে রেখে পালিয়ে যান আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি। তরুণী আরো জানান, স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে আরিফ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আরিফের মা সেলিনা বেগম জানান, তার ছেলে পলাতক রয়েছেন। মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে, তাহলে ছেলের বউ হিসেবে মেনে নেবেন তারা। নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল