• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রকাশ্যে ভোট দিলেন এমপি দম্পতি, ভিডিও ভাইরাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৪  

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এক সংসদ সদস্য দম্পতি প্রকাশ্যে সিল মারছেন- এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে নানা সমালোচনা। বৃহস্পতিবার (৯ মে) রাত ১০টার দিকে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। এর আগে, বুধবার (৮ মে) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলশীতে সংসদ সদস্যের গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও তার স্ত্রী বুথে প্রবেশ না করে ওপেন পোলিং অফিসারদের টেবিলে বসে ব্যালট পেপারে সিল দিয়ে ভোট দেন। এ সময়ে ভোটকেন্দ্রের ভেতরে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ঘটনায় ফেসবুকে চলছে কড়া সমালোচনা। অনেকেই বলেন- তিনি একজন সংসদ সদস্য ও সচেতন নাগরিক হয়ে কীভাবে এমন কাজটি করলেন। এমন কাজ নির্বাচন আইনে অপরাধ। সংসদ সদস্যর কর্মকাণ্ড নিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান বলেন, তিনি সাবেক মেজর জেনারেল ও বর্তমান সংসদ সদস্য। তিনি ও তার স্ত্রীর এভাবে ভোট দেওয়াটা ঠিক হয়নি। এ বিষয়ে সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, আমি কিছু জানি না, নির্বাচন কমিশন সব তথ্য জানে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল