• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রামে জনসভা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

চট্টগ্রামে টানেল উদ্বোধন ও জনসভা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে টানেল ও জনসভাস্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে ডেকে ফেলেছেন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নগর পুলিশের এডিসি (বন্দর) শাকিলা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। নিরাপত্তায় প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জেলা পুলিশের পাশাপাশি বাইরের জেলা থেকেও পুলিশ থাকবে। সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। আমরা চাই নিরাপত্তার পাশাপাশি জনসমাবেশ স্থলে আগত মানুষ যেন উৎসবমুখর পরিবেশ পায়।

শনিবার নগরের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টানেল পাড়ি দিয়ে যাবেন আনোয়ারা প্রান্তে। সেখানে কোরিয়ান ইপিজেডের মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল