• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

কিশোরগঞ্জের ইটনা ও করিমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র ও ১টি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সব আসামি কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের বাসিন্দা। নুরুল ইসলামের ছেলে মাহাবুব আলম (৩৫), মৃত আলী আহম্মদের ছেলে মো. মহিবুর (৩৫), মো. নাসির উদ্দিন (২৭) ও মৃত আনজুম আলীর ছেলে মো. নাজমুল হুদা (২৫)।

শুক্রবার রাতে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২২ আগস্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামের মো. মজনু মীর কতিপয় লোকজন সঙ্গে নিয়ে মিঠামইন হাওরে ঘুরতে আসেন। মিঠামইন থেকে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে ফেরার পথে সন্ধ্যায় হাসানপুর সেতুর পাশে  ট্রলার আটকে যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

এ বিষয়ে ২৩ আগস্ট ভুক্তভোগী মজনু মিয়া করিমগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের (পিপিএম) নির্দেশে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপর ন্যস্ত করা হয়। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ ও ইটনা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার ডাকাতসহ ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করে ডিবি।

গ্রেফতারকৃত ডাকাতরা ডিবির জিজ্ঞাসাবাদে ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল