• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফরিদপুরে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে সর্বশেষ মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার খাদিজা বেগম, মধুখালী উপজেলার কৃষ্ণপদ পাল, সদরপুর উপজেলার তাজল মোল্লা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সজিব মোল্লা।

শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন ডেঙ্গুরোগী।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল