• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রানীনগরে স্কুল ভবনের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

নওগাঁর রানীনগরের গোনা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলাম (বকুল) এর সভাপতিত্বে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয় প্রমুখ।

এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একতলা ভবন, মাদ্রাসার গেইট ও গোনাহাট থেকে আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজেরও উদ্বোধন করেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল