• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মেহেরপুরে ৫ সোনার বার উদ্ধার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা রোডের ব্রিজের পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজে জানানো হয়, বেলা ১১টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন সাইকেলযোগে এবং অপরজন ঘাসের মধ্যে একটি ছোট প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে বিজিবি টহলদল ঐ প্যাকেটের ভেতর থেকে ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল