• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চতুর্থ শিল্পবিপ্লব দক্ষতা অ্যাওয়ার্ড পেল দারাজ বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

‘চতুর্থ শিল্পবিপ্লব দক্ষতা অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও থ্রাইভিং স্কিলস এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। দারাজ বাংলাদেশের পক্ষ থেকে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, মোহাম্মদ রিয়াদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

দ্রুত বর্ধনশীল এই যুগে দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ শিল্পবিপ্লব (ফোরআইআর)-এর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ দক্ষতা বিষয়ক বিভিন্ন উদ্যোগে দারাজের অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরুপ এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ডিজিটাল অর্থনীতি প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, যার সাথে নিজেদের খাপ খাইয়ে সফলতা অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সাথে এগিয়ে চলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় এই ই-কমার্স প্রতিষ্ঠানটি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল