• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুরে সিডস প্রকল্পের উদ্যোগে ব্যবসা সহায়ক উপকরণ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সয়ম্ভরতা অর্জন ও বেকারত্ব দূরীকরণের লক্ষে উন্নয়ন সংঘ-সিডস কর্মসূচির মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। ২২ জানুয়ারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

ইসলামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শাহ আলী মন্ডল, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শওকত ওসমান প্রমুখ।

প্রশিক্ষিত ব্যক্তিদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর জন্য বা স্ব স্ব ট্রেডে কাজ শুরু করার জন্য সিডস কর্মসূচির মাধ্যমে এদিন ২২ জনকে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক উপকরণ দেওয়া হয়। এরমধ্যে কম্পিউটার অপারেটর ৩, ইলেকট্রিক মিস্ত্রী ৪, রাজমিস্ত্রী ৯, সেলুন কাজে ৪ এবং মোটর মেকানিকস ২ জনের মাঝে উপকরণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান বলেন, সিডস কর্মসূচির এ ধরনের কার্যক্রমের আওতায় বিভিন্ন ট্রেডে অধিকসংখ্যক লোকদের প্রশিক্ষণের আওতায় এনে বেকারদেরকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বেকারত্ব নিরসনে এটা একটি সফল উদ্যোগ।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস কর্মসূচি জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মানসম্মত শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল