• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে দুর্যোগ প্রশমনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

দুর্যোগ প্রশমনের জন্য কর্মীদের দক্ষতা উন্নয়নে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জামালপুর তিনদিনব্যপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর।

এডিএইচ এর আর্থিক সহায়তায় এন্টিসেপটরি একশন (এএ) প্রকল্পের মাধ্যমে আয়োজিত জামালপুর শহরের হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টিন পিউরিফিকেশন, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, এএ প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত রায়, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

সভায় উন্নয়ন সংঘ ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মী ও প্রকল্পের স্বেচ্ছাসেবকসহ ২০ জন অংশ নেন। এএ প্রকল্পটি জামালপুর ও বাঘেরহাট জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

জানা যায়, সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঝুঁকিগুলো হ্রাসকরণ, লক্ষিত জনগোষ্ঠীর দুর্যোগের পূর্বাভাসমূলক প্রস্তুতির পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতির প্রক্রিয়া উন্নত করার লক্ষে প্রকল্পটি বাঘের হাট জেলার মংলা, রামপাল এবং জামালপুর জেলার সদর ও ইসলামপুর উপজেলায় শুরু হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল