• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় ৬১ সাইক্লোন শেল্টার প্রস্তুত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব মোকাবিলা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬১টি সাইক্লোন শেল্টার ও জরুরি প্রয়োজনে ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আজ সোমবার সকালে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।


জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বলা হয়, ‘ঝালকাঠির ৬১টি সাইক্লোন শেল্টার ও জরুরি প্রয়োজনে ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবার ও নগদ টাকাও জমা আছে।’

সভায় রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি হালকা ও মাঝারি ধরনের বাতাস বইছে। মেঘলা আকাশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।

জানা যায়, ঝালকাঠিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সোমবার ভোররাত থেকে বিদুৎ সরবারাহ এবং মোবাইল ফোনের নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। শহরে কমেছে যানচলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। ঘূর্ণিঝড় সিত্রাং এগিয়ে আসায় সুগন্ধা ও বিষখালী নদীতীরের বাসিন্দারা এটি মোকাবিলায় সাধ্যমত প্রস্তুতি নিতে শুরু করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল