• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভাসানচরে আরো ১ হাজার ২৮৭ রোহিঙ্গা পৌঁছাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

কক্সবাজারের উখিয়া থেকে দশম ধাপে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের ১ হাজার ২৮৭ জনের আরো একটি দল।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে নৌ-বাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ করে তাদের ভাসানচরে আনা হয় ।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া ৬৫ জন কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ২০ হাজার ৯৪৯ জন।

গত ৫ জানুয়ারি নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরে যান ২৬৪ পরিবারের ৭০৫ জন রোহিঙ্গা। ১৬টি বাসে তাদের প্রথমে চট্টগ্রামে পাঠানো হয়। এর মধ্যে বেলা ২টার দিকে ৯টি বাসে ৪১৪ জন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ৭টি বাসে ২৯১ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম পাঠানো হয়।

গত ১৮ ডিসেম্বর অষ্টম ধাপে আসা ৬১৩ রোহিঙ্গার মধ্যে ২২৫ জন পুরুষ, ১৪৪ জন মহিলা ও শিশু ২৪৪ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল