• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কামরঙ্গীরচরের বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

রাজধানী ঢাকার কামরঙ্গীরচরে বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌকর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। 

বুড়িগঙ্গার আদি চ্যানেল উন্মুক্ত করতে বেশ কিছু দিন ধরেই এ এলাকার নদীর তীরে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। 

গতকাল নদীর পাড়ে থাকা একটি বেসরকারি স্কুল অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় সেখানে স্কুল শিক্ষার্থীরাও ছিল। ভাঙাা শুরু হলে তারা দ্রুত বেরিয়ে আসে। 

তবে অনেকে বই-খাতা নিয়ে বের হতে পারেনি। পরে তারা রাস্তা থেকে তাদের বই-খাতা কুড়িয়ে নিতে দেখা যায়। এ ছাড়া গতকাল নদী পাড়ের আরো বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, পরিকল্পনা অনুযায়ী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ দিকে হঠাৎ করে বাড়িঘর ভাঙায় বিপাকে পড়েন স্থানীয়রা। 

অনেকের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকলেও তাদের ভবন ভেঙে ফেলা হচ্ছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে যেকোনো মূল্যে আদি চ্যানেল দখলমুক্ত করার উদ্যোগ কর্তৃপক্ষের। এ উচ্ছেদ কার্যক্রম ২ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল