• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরের শ্রেষ্ঠ ওসি হলেন রেজাউল ইসলাম খান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি রেজাউল ইসলাম খান। ৬ অক্টোবর জামালপুরের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এ সময় তাকে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

জানা যায়, পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত মানদন্ড অনুযায়ী সেপ্টেম্বর/২১ মাসে সামগ্রীক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে রেজাউল ইসলাম খানকে। একই সাথে জেলার শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেনকে।

তাদের এ অভূতপূর্ব সাফল্যে জামালপুর জেলার পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল