• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরে করোনায় কর্মহীনদের সহায়তা দিলো টিএমএসএস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

দেশব্যাপী চলমান করোনা মহামারীর কারণে লকডাইনে কর্মহীন, বিপদগ্রস্থ তিনশ পরিবারকে খাবার এবং সুরক্ষা সহায়তা দিয়েছে টিএমএসএস। 

 

ইস্টার্ণ ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় মঙ্গলবার ( ১৩ জুলাই) বেলা ১১ টায় সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বিতরণ কাজের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। 

 

তিনি বলেন, টিএমএসএস করোনায় কর্মহীনদের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজটি করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই সহায়তায় অনেকগুলো পরিবার উপকৃত হবে। আশা করি তাদের এই কার্যক্রম চলমান থাকবে। 

 

 টিএমএসএস এর অপারেশন-১ এর পরিচালক মোহাম্মদ আলী মিঠুর সভাপতিত্বে এবং  এইচ আর অফিসার আলফাজ রহমান ও জোন প্রধান হানজালাল রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সম্পাদক  আবদুল জলিল, পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ, সোনামুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুল আল আমিন। 

 

পরে তিনশ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান, মুড়ি, আলু, পিয়াজ ও কাপড় কাঁচা সাবান বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল