• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মেলান্দহে নকল ব্যান্ডরোল ব্যবহারের দায়ে গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

জামালপুরের মেলান্দহে নকল ব্যান্ডরোল ব্যবহারের দায়ে গেপ্তারকৃত বাদশা বিড়ির মালিক শাহীন বাঘার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  র‌্যাবে-১৪’র প্রেস ব্রিফিং-এ কথা জানানো হয়।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় মেলান্দহ পৌরসভার নয়ানগরস্থ দিঘলবাড়ি এলাকায় বাদশা বিড়ির ফ্যাক্টরিতে নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে সরকারকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আসছিল। শনিবার (১০জুলাই)  সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্কোয়াডন লিডার আশিক উজ্জামান এবং সহকারি স্কোয়াডন (এএসপি) এম.এম. সবুজ রানার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলেন। 

এ সময় ৪লাখ ৬২হাজার ৫শ’ নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি উদ্ধার করেন। যার বাজার মুল্য ৩লাখ ৭০ হাজার টাকা। ওইদিন র‌্যাবের ডিএডি রাশেদুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃত শাহীন বাঘার বিরুদ্ধে মেলান্দহ থানায় কর ফাঁকির অভিযোগের মামলা দায়ের করেন। 

অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-গ্রেপ্তারকৃত শাহীন বাঘাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল