• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুরে নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

জামালপুরের ইসলামপুরে অসহায় ক্ষতিগ্রস্থ নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে  করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ১৫০ নদী ভাঙ্গন,অসহায় পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের বাবুল।

এ সময় তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা, সামাজিক দুরত্ব মেনে চলার পরামর্শ দেন। 

 

উপজেলা প্রশাসন আয়োজনে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে ১৫০জনের মাঝে জনপ্রতি ১০কেজি চাল,১কেজি চিড়া, আধাকেজি ডাল.আধাকেজি তৈল,আধাকেজি লবন,বাতাসা,১টি বল সাবান,১টি গ্যাস ম্যাচ,ও ২টা মোম দেওয়া হয়েছে।

 

 এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুসলিম উদ্দিন সরকার, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলালসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল