• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইসলামপুরে কর্মহীন মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুলাই ২০২১  

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের ফলে সারাদেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ইসলামপুর উপজেলার মোটরসাইকেল শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ জুলাই রাতে উত্তর দরিয়াবাদ রাবেয়া খোরশেদ মার্কেট প্রাঙ্গণে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ২৭ জন শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৭ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, এককেজি চিড়া, আধাকেজি ডাল, আধাকেজি তেল, আধাকেজি লবণ, বাতাসা, একটি বল সাবান, একটি গ্যাস লাইটার ও দু’টি মোম দেওয়া হয়েছে।

বিতরণকালে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের, সহকারী প্রকৌশলী মামানুর রশিদ ও সাবেক কাউন্সিলর বেলাল শাহ ফকির উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল