• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আহ্বান আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে দু’টি বিদেশী এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হচ্ছে মে মাসে দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে : ভূমিমন্ত্রী শাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

মহামারি করোনাভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে অভিযান চলমান রয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের। লকডাউনেও জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহারে শতভাগ কার্যকর ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালান। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে সরকারি নির্দেশনা না মানার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান। এ সময় পৌর শহরের একাধিক স্থানে তিনি স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ করোনারোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা করেন।

অন্যদিকে, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া এবং ওসি মো. মাজেদুর রহমান জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা থেকে মুক্ত থাকি’ স্লোগান নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন করতে সব জায়গায় অভিযান চলমান রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল