• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বক‌শীগ‌ঞ্জে নকল কীটনাশক ও সা‌রের দোকানের মালামালা জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

জামালপুরের বক‌শীগঞ্জের পানা‌তিয়াপাড়া বাজার মো‌ড়ে অবস্থিত একটি দোকান থেকে নকল কীটনাশক ও সার জব্দ বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

 

জানা যায়, ২৪ ফেব্রুয়া‌রি বুধবার উপ‌জেলার পানা‌তিয়াপাড়া বাজার থে‌কে নকল কীটনাশক ও সার জব্দ ক‌রে‌ছে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের উপ-সহকারী উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন। এ সময় উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা সা‌নোয়ার হো‌সেনসহ সিন‌জেনটা কোম্পানীর সেল্স প্রমোশন অ‌ফিসার আল আ‌মিন, বক‌শীগঞ্জ উপ‌জেলার মা‌র্কেট ডে‌ভেলপ‌মেন্ট অ‌ফিসার মোঃ মুস‌লিম উপ‌স্থিত ছি‌লেন।

 

নকল সার ও বি‌ষের ব্যবহার করে শত শত কৃষক ক্ষ‌তিগ্রস্তের শিকার হ‌য়ে‌ কর্মকর্তা‌দের নিকট অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছে ক্ষতিগ্রস্থরা।

 

 

স্থানীয় সংবাদকর্মীরা খবর সংগ্রহে গে‌লে অ‌তি তাড়াতা‌রি দোকান বন্ধ ক‌রে নকল কীটনাশক ও সার গোয়ালগাঁও প‌শ্চিমপাড়া গ্রা‌মের রুহুল আ‌মি‌নের ছেলে ব‌্যবসায়ী লিটন কৌশ‌লে কে‌টে প‌রে‌ছে।

 

বিষয়গু‌লোর ব‌্যাপা‌রে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার আলমগীর আজাদ জা‌নি‌য়ে‌ছেন আপাতত মাল জব্দ করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে বি‌ধি মোতা‌বেক ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

 

এলাকার ভুক্ত‌ভোগী প্রতা‌রিত ক্ষ‌তিগ্রস্ত ১১ জন কৃষক তাৎক্ষ‌ণিকভা‌বে সাংবা‌দিক‌দের নিকট তা‌দের বিচার দাবী ক‌রে‌ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল