• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

 

এ উপলক্ষে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শহরের থানা মোড় এলাকায় বেলুন উড়িয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। 

 

পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক মোঃ মাসুদ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, শহর কমিউনিটি পুলিশের সাবেক সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। 

 

অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য নির্বাচিত হওয়ায় জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্যের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সোহাগী আক্তার। অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা-উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল