• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রৌমারীতে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত দেশ গড়ী‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রৌমারীতে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত হয়েছে। 

 

২৬ অক্টোবর (শনিবার) রৌমারী থানা পুলিশ কর্তৃক আয়োজনে বেলা ১১টার দিকে এ পুলিশিং কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত হয়। 

 

রৌমারী থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। পরে পুলিশিং কমিটি সভাপতি ও রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, এএসপি (রৌমারী সার্কেল) মাহফুজ রহমান, অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  মোজ্জাফর হোসেন, রৌমারী থানার তদন্ত অফিসার মোনতাছের বিল্লাহ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আঞ্জুমান আরা, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৌলভী, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলার প্রতিটি ওয়ার্ডের পুলিশিং কমিউনিটির সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ। 

 

 বক্তরা বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশকে ভালবাসতে হবে এবং দেশের জন্য সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, এসআই এমএ মতিন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল