• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সারাদেশের ১ হাজার ১৩ আসামি জামিন পেলো ভার্চুয়াল শুনানিতে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশে ভার্চুয়াল কোর্ট চালুর তৃতীয় দিনে নিম্ন আদালতে সারাদেশে এক হাজার ১৩ আসামির জামিন হয়েছে।

 

বুধবার সুপ্রিম কোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দেন সুপ্রিমকোর্ট প্রশাসন। সে অনুযায়ী দেশের সব অধস্ত আদালতে ভার্চুয়াল জামিন আবেদনের শুনানি শুরু হয়। 

 

গত মঙ্গলবার সারাদেশে অধস্ত আদালতে ১৪৪ আসামির জামিন মঞ্জুর হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল