• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শ্রীবরদীতে আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

শেরপুরের শ্রীবরদীতে দিন মজুর আইয়ুব আলী (৫৫) হত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মানব বন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মৃত আইয়ুব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারের দাবি করে বক্তব্য রাখেন তার ছেলে ছামিউল ইসলাম। 

 

উল্লেখ্য, গত ৩০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে মাছ শিকারে যায় তাতিহাটি নয়াপাড়া গ্রামের দিন মজুর আইয়ুব আলী। ওই রাতে প্রতিবেশী 

মৎস খামার মালিক রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও পাহাড়াদার আব্দুল করিমের ছেলে নবী হোসেন তাদের বাড়িতে যায়। এ সময় আইয়ুব আলী তাদের মৎস প্রজেক্ট থেকে মাছ শিকার করে বলে অভিযোগ তুলে শাসিয়ে আসে। ওই রাতে নিখোঁজ হয় আইয়ুব আলী। গত ১ আগষ্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডুবায় তার বাবার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ওইদিন থানায় একটি ইউডি মামলা হয়। এ ঘটনায় মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল ইসলাম বাদী হয়ে কোর্টে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল