• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বগুড়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

জেলার নন্দীগ্রামে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ কে এম রেজোউল করিম তানসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজোউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম। এ সময় উফশী আউশ চাষের জন্য বিনামূল্যে ২ হাজার ১শ’ ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল