• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুরে বেহাল রাস্তা সংস্কার করছে স্থানীয়রা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে অংশ নেয়- আওয়ামী লীগ নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর রাস্তার সংস্কার কাজ করা হয়।


 
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়। এতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ।

পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষজন দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। আজ ওই রাস্তায় সংস্কার কাজ করা হয়।

ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, কাঁচা ওই রাস্তাটিতে প্রতিবছরই সংস্কার কাজ করতে হয়। এবারও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজ করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল