• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভুয়াপুরে ভুট্রা চাষ পরিদর্শনে কৃষি সম্প্রসারণের অতিরিক্ত পরিচালক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

টাঙ্গাইলের ভূঞাপুরে বিস্তীর্ণ যমুনার চরাঞ্চলে ভুট্রা চাষ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার। বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলার গাবসারা চরাঞ্চলের বিভিন্ন এলাকায় শতশত একর ভুট্রা চাষের অগ্রগতি পরিদর্শন ছাড়াও চরাঞ্চলের বাদাম, মিষ্টি আলু ও খেসারি কালাইয়ের প্রদর্শনী মাঠ পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর রেহাইগাবসারা সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ভুট্রা প্রদর্শনীর মাঠ দিবসে চাষিদের নিয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বশির আহম্মদ বলেন- ‘দেশের অন্যতম কৃষি অঞ্চল ভূঞাপুরের যমুনার চরাঞ্চল। এ চরাঞ্চলে আগামীতে যেন আরও উৎপাদন বৃদ্ধি হয় সেলক্ষ্যে সবধরণের সহযোগিতা করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ তুষার কান্তি সমদ্দর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক আহ্সানুল বাসার, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান প্রমূখসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল